Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সম্প্রতিক কর্মকান্ড

মাননীয় প্রধানমন্ত্রীর রুপকল্প ২০২১ বাস্তবায়নে বত©মান সরকার শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষা গুণগত মান উন্নয়নে সচেষ্ট রয়েছে। তারই অংশ হিসেবে জয়পুরহাট জেলার ৫(পাঁচ) টি উপজেলার সকল প্রতিষ্ঠান প্রধানকে (অধ্যক্ষ,প্রধান শিক্ষক,সুপার) ও কম্পিউটার শিক্ষককে নিয়ে কম©শালার আয়োজন করা হয়। উক্ত ক©মশালায় ২৯১ জন প্রতিষ্ঠান প্রধান ও ২৯৬ জন কম্পিউটার শিক্ষককে অ্যাপস ডাউনলোডের ব্যবস্থাসহ রিপোট© প্রদানের ফলপ্রসূ আলোচনা করা হয় যা অত্র জেলার শিক্ষা গুনগত মান উন্নয়নে বিশেষ গুরুত্বপূণ© ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। এছাড়া মুক্তপাঠ, কিশোর কানেক্ট এবং শিক্ষক বাতায়নে ১৫/০৩/২০১৮খ্রি. তারিখের মধ্যে সকল শিক্ষককে সদস্য হওয়ার জন্য বিশেষভাবে অবহিত করা হয়।